Welcome to Shahid Nazmul Haque Govt. College

উপাধ্যক্ষের বাণী

Vice Principalস্বাধীন বাংলাদেশের স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের যোগ্য উত্তরসরি ডিজিটাল বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পারায় আমরা গর্বিত ।

শহীদ নজমুল হক ডিগ্রী কলেজ নাটোর জেলার উত্তর জনপদে বাংলাদেশের সর্বশেষ নলডাঙ্গা উপজেলার বারানই নদীর দণি তীর ঘেষে অবস্থিত । স্বাধীনতার অব্যহিত পরে চারঘাট বাঘা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য শহীদ মুক্তিযোদ্ধা নজমুল হকের নামে ১৯৭২ ইং সালে কলেজটি প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠানটির ভিত্তি প্রস্থর স্থাপন করেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এস,এম, কামরুজ্জামান এবং যার প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য এ্যাড. মোঃ সাইফুল ইসলাম । কলেজটি প্রতিষ্ঠিত হবার পর থেকে নাটোর জেলার উত্তর জনপদে অবহেলিত গণ-মানুষের সন্তানদের উচ্চ শিা প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আস্ছে । বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ২০০০ জন ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছে । কলেজের পাবলিক পরীার ফলাফল ভাল । অত্র কলেজ ২০০২ সালে অনুষ্ঠিত ডিগ্রী (পাস) পরীায় ফলাফলের ভিত্তিতে বৃহত্তর রাজশাহী বিভাগের নির্বাচিত শ্রেষ্ট কলেজের পুরষ্কার ও সনদ পত্র জাতীয় বিদ্যালয় কর্তৃক লাভ করে ।

বর্তমান সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক উপজেলায় একটি কলেজ জাতীয়করনের আওতায় অত্র কলেজটি জাতীয়করন করা হলে প্রতিষ্ঠানটি উচ্চ শিা বিস্তারের ক্ষেত্রে যুগান্তকারী পদপে রাখবে বলে আমি মনে করি ।

সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ায় প্রত্যয়ে কলেজের নিজস্ব ওয়েব সাইড খুলতে পারায় আমরা গর্বিত ।

SNHC © 2023 01718106180